ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

একই সঙ্গে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে এবং ২ মে থেকে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার পর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেট সভায় সিলগালা অবস্থায় উপস্থাপন ও গৃহীত হয়। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্র শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে শতাধিক আহত হন। এর প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে দেওয়া হয়।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু

প্রকাশিত: ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

একই সঙ্গে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে এবং ২ মে থেকে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার পর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেট সভায় সিলগালা অবস্থায় উপস্থাপন ও গৃহীত হয়। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্র শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে শতাধিক আহত হন। এর প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে দেওয়া হয়।