অমীমাংসিত সমস্যা সমাধান ও নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ ও তুরস্ক। এই লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এর সঙ্গে আঙ্কারায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের প্রতিনিধিদের এই উচ্চপর্যায়ের সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান ও অংশীদারিত্বের নতুন পথ উন্মোচন। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করে।
তুরস্ক বাংলাদেশকে এমন এক সহযোগিতার পরিসরে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেয়, যা সাধারণত তাদের নিকটতম মিত্রদের জন্য সংরক্ষিত থাকে। এতে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দুই উপদেষ্টা সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এ অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকেই এই কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার দিবাগত রাতে তারা দেশে ফেরার কথা রয়েছে।