ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

২০২৬ সালের মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ‌্য

২০২৬ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত করার লক্ষ্যে একমত হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ যৌথ পরামর্শক সভা (FOC)-তে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে উভয় দেশ।

 

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, আর সিঙ্গাপুরের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি লুক গো।

 

সভায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্য, কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

 

চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে অগ্রগতিতে উভয় পক্ষ  যে সব চুক্তিতে  সম্মত হয়েছে তা হলো—

শুল্ক সহযোগিতা চুক্তি, দ্বৈত কর পরিহার প্রটোকল সংশোধন, আইনি সহায়তা চুক্তি, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) সইয়ের বিষয়ে বাংলাদেশের বিনিয়োগ আহ্বান।

 

পররাষ্ট্রসচিব সিঙ্গাপুরকে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারীদের একজন হিসেবে উল্লেখ করে জ্বালানি, কৃষি প্রযুক্তি, চুক্তিভিত্তিক চাষ ও পর্যটন অবকাঠামোতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বিশেষভাবে বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রকল্পে সিঙ্গাপুরের সহায়তা চান।

 

বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, পাটজাত পণ্য ও পাদুকা শিল্পে বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।

 

সভায় আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে সিঙ্গাপুরের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ। এছাড়া আসিয়ান মুক্ত বাণিজ্য চুক্তি ও RCEP-এ যোগদানে আগ্রহ প্রকাশ করে।

 

উভয় দেশ সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশিদের অবদান স্বীকার করে এবং ভবিষ্যতে মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ে যৌথ উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করে।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

২০২৬ সালের মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ‌্য

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২০২৬ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত করার লক্ষ্যে একমত হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ যৌথ পরামর্শক সভা (FOC)-তে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে উভয় দেশ।

 

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, আর সিঙ্গাপুরের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি লুক গো।

 

সভায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্য, কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

 

চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে অগ্রগতিতে উভয় পক্ষ  যে সব চুক্তিতে  সম্মত হয়েছে তা হলো—

শুল্ক সহযোগিতা চুক্তি, দ্বৈত কর পরিহার প্রটোকল সংশোধন, আইনি সহায়তা চুক্তি, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) সইয়ের বিষয়ে বাংলাদেশের বিনিয়োগ আহ্বান।

 

পররাষ্ট্রসচিব সিঙ্গাপুরকে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারীদের একজন হিসেবে উল্লেখ করে জ্বালানি, কৃষি প্রযুক্তি, চুক্তিভিত্তিক চাষ ও পর্যটন অবকাঠামোতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বিশেষভাবে বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রকল্পে সিঙ্গাপুরের সহায়তা চান।

 

বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, পাটজাত পণ্য ও পাদুকা শিল্পে বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।

 

সভায় আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে সিঙ্গাপুরের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ। এছাড়া আসিয়ান মুক্ত বাণিজ্য চুক্তি ও RCEP-এ যোগদানে আগ্রহ প্রকাশ করে।

 

উভয় দেশ সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশিদের অবদান স্বীকার করে এবং ভবিষ্যতে মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ে যৌথ উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করে।