পেন্টাগনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি নেই। তার মতে, বাগরামে আমেরিকান বিমান অবতরণের যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।
গত ১২ এপ্রিল, আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ তাদের প্রতিবেদনে জানায়, সিআইএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সিআইএ-এর জনবিষয়ক পরিচালক লিজ লিয়ন্স এবং সংস্থার উপপরিচালক মাইকেল এলিস বাগরাম বিমান ঘাঁটিতে ভ্রমণ করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা মিথ্যা।
এদিকে, ইসলামিক আমিরাতের মুখপাত্রও এই খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বাগরামে মার্কিন বিমান অবতরণ হতে দেওয়া হবে না।
উল্লেখ্য যে, কিছু সংবাদমাধ্যম এবং বিশেষ করে পাকিস্তানি গণমাধ্যম এই বিষয়টি নিয়ে ভিত্তিহীন গুজব ও মিথ্যা তথ্য প্রচার করছে, যা খুবই অপ্রমাণিত। তাদের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধার করেছে, কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
প্রসঙ্গত, বাগরাম বিমান ঘাঁটি কাবুল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এবং আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের সময় এটি ছিল মার্কিন ও ন্যাটো বাহিনীর প্রধান ঘাঁটি।