হনুমান জয়ন্তী যাত্রার দিন নামাজের সময় সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য মসজিদ ব্যবস্থাপনাকে নোটিশ জারি করে বিতর্কের মুখে পড়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।
এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিয়াসাত ডেইলি জানিয়েছে, হায়দ্রাবাদ ইনস্টিটিউট অব এক্সিলেন্স গান্ধীনগর পুলিশ সেকেন্দ্রাবাদের ম্যারিয়ট হোটেল লেনের একটি মসজিদের ব্যবস্থাপনাকে একটি নোটিশ জারি করেছে।
গান্ধীনগর থানার এসএইচও স্বাক্ষরিত নোটিশে শনিবার (১২ এপ্রিল) মসজিদের সামনে থেকে হনুমান জয়ন্তী যাত্রাকালীন সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য ব্যবস্থাপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশনা মেনে না চললে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্কে সতর্ক করা হয়।