ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের তিন পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বহিরাগত শ্রমিকরা। শনিবার (১২ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে। এতে ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগদানের দাবিতে মিছিল নিয়ে ইপিজেডে প্রবেশ করে কয়েকশ বহিরাগত শ্রমিক। তারা ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের কারখানাগুলোর জানালায় ইটপাটকেল ছোড়ে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। কারখানার ভেতর থেকে শ্রমিকরাও পাল্টা প্রতিরোধ করেন।

 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিকাল ৫টার দিকে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

 

শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, “বহিরাগত শ্রমিকরা মিছিল নিয়ে ইপিজেডে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও জড়িতদের আটক করে।”

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, “হামলা ও ভাঙচুরের অভিযোগে ৪৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইপিজেডে অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।”

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের তিন পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৫

প্রকাশিত: ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বহিরাগত শ্রমিকরা। শনিবার (১২ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে। এতে ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগদানের দাবিতে মিছিল নিয়ে ইপিজেডে প্রবেশ করে কয়েকশ বহিরাগত শ্রমিক। তারা ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের কারখানাগুলোর জানালায় ইটপাটকেল ছোড়ে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। কারখানার ভেতর থেকে শ্রমিকরাও পাল্টা প্রতিরোধ করেন।

 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিকাল ৫টার দিকে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

 

শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, “বহিরাগত শ্রমিকরা মিছিল নিয়ে ইপিজেডে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও জড়িতদের আটক করে।”

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, “হামলা ও ভাঙচুরের অভিযোগে ৪৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইপিজেডে অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।”