জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটি থেকে দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়। জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত বহিষ্কারপত্রে জানানো হয়, সংগঠনের নীতিমালার পরিপন্থি কাজ করায় তাকে ৮ এপ্রিল থেকে বহিষ্কার করা হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ তদন্তে প্রতারণার প্রমাণ পাওয়ার পর সংগঠনের সদস্যরাই তাকে রমনা থানায় সোপর্দ করেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
এ বিষয়ে নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্যসচিব আল আমিন বলেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগের সত্যতা মিলেছে বলেই তাকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থার আওতায় আনা হয়েছে।”