অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নতুন করে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একই পরিবারের ৬ সদস্যও রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে শুরু হওয়া বিমান হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৮১০ ছাড়িয়ে গেছে। এছাড়া, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।
গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণে বহু সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছেন। বেইত লাহিয়া শহরের একটি বাড়িতে হামলায় একটি পরিবারের ৬ সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসে এবং পশ্চিম গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি হামলায় শিশুসহ একাধিক মানুষের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের সামরিক অভিযান চলতে থাকলেও গত জানুয়ারি মাসে যুদ্ধবিরতির পর কিছুটা শান্তি বজায় ছিল। তবে, সম্প্রতি গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্য হওয়ায় ইসরাইল আবারও বিমান হামলা শুরু করেছে। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরাইলের বর্বর হামলায় সাধারণ ফিলিস্তিনিরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।