গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসব শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর আওতায় এনে তাদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৪ জানুয়ারির নির্দেশনায় বলা হয়েছে, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন বন্ধ করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়:
–সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠাতে হবে।
–শিক্ষকরা যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।
–এর আগে গত ১৪ ও ২২ জানুয়ারি স্কুল ও কলেজ পর্যায়ের জন্য দুটি পৃথক নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়, যাতে বলা হয় বেতন-ভাতা নিয়মিত দিতে হবে।
এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিতর্কিতভাবে বরখাস্ত বা পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকরা আপাতত কিছুটা স্বস্তি পেতে পারেন।