ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন ইএফটি’র মাধ্যমে পরিশোধের নির্দেশ

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসব শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর আওতায় এনে তাদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৪ জানুয়ারির নির্দেশনায় বলা হয়েছে, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন বন্ধ করা যাবে না।

 

নির্দেশনায় আরও বলা হয়:

–সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠাতে হবে।

–শিক্ষকরা যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

–এর আগে গত ১৪ ও ২২ জানুয়ারি স্কুল ও কলেজ পর্যায়ের জন্য দুটি পৃথক নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়, যাতে বলা হয় বেতন-ভাতা নিয়মিত দিতে হবে।

 

 

এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিতর্কিতভাবে বরখাস্ত বা পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকরা আপাতত কিছুটা স্বস্তি পেতে পারেন।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন ইএফটি’র মাধ্যমে পরিশোধের নির্দেশ

প্রকাশিত: ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসব শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর আওতায় এনে তাদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৪ জানুয়ারির নির্দেশনায় বলা হয়েছে, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন বন্ধ করা যাবে না।

 

নির্দেশনায় আরও বলা হয়:

–সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠাতে হবে।

–শিক্ষকরা যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

–এর আগে গত ১৪ ও ২২ জানুয়ারি স্কুল ও কলেজ পর্যায়ের জন্য দুটি পৃথক নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়, যাতে বলা হয় বেতন-ভাতা নিয়মিত দিতে হবে।

 

 

এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিতর্কিতভাবে বরখাস্ত বা পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকরা আপাতত কিছুটা স্বস্তি পেতে পারেন।