পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গঠিত ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার বিশেষ বিনিয়োগ তহবিলের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, পুঁজিবাজারে বিদ্যমান অস্থিরতা এবং ব্যাংক ও বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তহবিলটির মেয়াদ বৃদ্ধির পাশাপাশি কিছু শর্তও আরোপ করা হয়েছে।
শর্তাবলি:
–২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে বিশেষ তহবিলের বিনিয়োগ কমিয়ে আনতে হবে।
–প্রতিটি ব্যাংককে পরিচালনা পর্ষদের অনুমোদিত কর্মপরিকল্পনা আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
–নির্ধারিত সময় পর তহবিলে অবশিষ্ট অর্থ থাকলে, তা পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং নিয়মিতভাবে পুঁজিবাজার-সংশ্লিষ্ট রিপোর্টে তা অন্তর্ভুক্ত করতে হবে।
–এছাড়া রেপো সুবিধার মেয়াদ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, যেখানে আগের মেয়াদ ছিল ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্দেশনাটি ইতোমধ্যে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।