সাবেক সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্র জানায়, মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মোরশেদ আলম ২০১৫ সালে নোয়াখালী-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনেও নির্বাচিত হন। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৬ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভেঙে দিলে তিনি তার সংসদ সদস্যপদ হারান।
উল্লেখ্য, তিনি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্বও পালন করে আসছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।