পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে নেপালে রফতানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) আরও ৩১৫ মেট্রিক টন এস্টারিক্স জাতের আলু নেপালে রফতানি করেছে চারটি প্রতিষ্ঠান—থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস অ্যাগ্রো।
বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে রফতানি করা হয়েছে।
তিনি আরও জানান, বন্দর ইয়ার্ডে আলুগুলো পৌঁছানোর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র দেওয়া হয় এবং দুপুরে তা নেপালের উদ্দেশে রওনা হয়।
এর আগে রবিবার ও সোমবার (৬ ও ৭ এপ্রিল) আরও ৫০০ মেট্রিক টন আলু নেপালে রফতানি করা হয়। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা বন্দর দিয়ে মোট ৩১৫০ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে।
বাংলাদেশি আলুর চাহিদা ও রফতানি সক্ষমতা নিয়ে আশাবাদী কৃষক ও ব্যবসায়ীরা। এতে সীমান্তবর্তী কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।