ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

গাজায় গণহত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভ: গ্রেফতার ৪৯, দায়ের ২ মামলা

গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেফতার এবং দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

 

বিবৃতিতে বলা হয়, সোমবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে কিছু সহিংস ও বেআইনি ঘটনা ঘটেছে। জননিরাপত্তা এবং আইনের শাসনের স্বার্থে বাংলাদেশ পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। পুলিশ ইতোমধ্যে দুইটি মামলা দায়ের করেছে, এবং তদন্ত চলমান রয়েছে।

 

প্রেস সচিব আরও জানান, “পুলিশ অপরাধীদের চিহ্নিত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত রাতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযান চলমান থাকবে যতক্ষণ না সকল দোষীকে গ্রেফতার করা যায়।”

 

তিনি আরও বলেন, “আমরা সবাইকে অনুরোধ করছি, কারো কাছে যদি সহায়ক কোনো তথ্য থাকে তাহলে তা তদন্তে সহায়তার জন্য শেয়ার করুন। আমরা নিশ্চিত করতে চাই, যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।”

 

প্রসঙ্গত, ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে দেশের নানা স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হলেও, এর মধ্যে কিছু অংশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতাকে কেন্দ্র করে সরকার কড়া নজরদারির পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

গাজায় গণহত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভ: গ্রেফতার ৪৯, দায়ের ২ মামলা

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেফতার এবং দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

 

বিবৃতিতে বলা হয়, সোমবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে কিছু সহিংস ও বেআইনি ঘটনা ঘটেছে। জননিরাপত্তা এবং আইনের শাসনের স্বার্থে বাংলাদেশ পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। পুলিশ ইতোমধ্যে দুইটি মামলা দায়ের করেছে, এবং তদন্ত চলমান রয়েছে।

 

প্রেস সচিব আরও জানান, “পুলিশ অপরাধীদের চিহ্নিত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত রাতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযান চলমান থাকবে যতক্ষণ না সকল দোষীকে গ্রেফতার করা যায়।”

 

তিনি আরও বলেন, “আমরা সবাইকে অনুরোধ করছি, কারো কাছে যদি সহায়ক কোনো তথ্য থাকে তাহলে তা তদন্তে সহায়তার জন্য শেয়ার করুন। আমরা নিশ্চিত করতে চাই, যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।”

 

প্রসঙ্গত, ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে দেশের নানা স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হলেও, এর মধ্যে কিছু অংশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতাকে কেন্দ্র করে সরকার কড়া নজরদারির পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।