ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

চট্টগ্রামে আলোচিত জোড়া খুন: দুই আসামির চার দিনের রিমান্ড, হুকুমদাতা হিসেবে সাজ্জাদ গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের হওয়া জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামি মো. মানিক ও মো. বেলালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এই আদেশ দেন।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ড চাইলেও আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

একই মামলায় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে হুকুমের আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর হয়েছে। তাঁর স্ত্রী তামান্না শারমিনকেও আসামি করা হয়েছে।

 

২৯ মার্চ রাতে কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারে হামলা চালানো হয়।

পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা প্রাইভেট কারটিকে ধাওয়া করে এবং এলোপাতাড়ি গুলি চালায়।পাল্টা গুলি চালান গাড়ির আরোহীরাও।ঘটনাস্থলেই নিহত হন বখতিয়ার হোসেন (৩০) ও মো. আবদুল্লাহ (৩২)—তারা সন্ত্রাসী সরোয়ার হোসেনের অনুসারী বলে পরিচিত।গাড়িতে সরোয়ার হোসেনও ছিলেন, তবে তিনি রক্ষা পান।মামলায় দাবি করা হয়, ছোট সাজ্জাদ ও সরোয়ারের মধ্যে বিরোধ থেকেই এ হামলা হয়েছে।ফিরোজা বেগম, নিহত বখতিয়ারের মা, ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

 

মামলার আসামিরা হলেন:

ছোট সাজ্জাদ (হুকুমদাতা), তামান্না শারমিন (সাজ্জাদের স্ত্রী), মো. হাছান, মোবারক হোসেন, মো. খোরশেদ,  মো. রায়হান, মো. বোরহান।

বেলাল ও মানিককে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে পুলিশ গত বুধবার রাতে গ্রেপ্তার করে।

 

এই জোড়া খুনের ঘটনায় চট্টগ্রামের অপরাধ জগতের পুরনো বিরোধ এবং আধিপত্য বিস্তারের চিত্র উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত আছে এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

চট্টগ্রামে আলোচিত জোড়া খুন: দুই আসামির চার দিনের রিমান্ড, হুকুমদাতা হিসেবে সাজ্জাদ গ্রেপ্তার

প্রকাশিত: ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের হওয়া জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামি মো. মানিক ও মো. বেলালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এই আদেশ দেন।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ড চাইলেও আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

একই মামলায় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে হুকুমের আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর হয়েছে। তাঁর স্ত্রী তামান্না শারমিনকেও আসামি করা হয়েছে।

 

২৯ মার্চ রাতে কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারে হামলা চালানো হয়।

পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা প্রাইভেট কারটিকে ধাওয়া করে এবং এলোপাতাড়ি গুলি চালায়।পাল্টা গুলি চালান গাড়ির আরোহীরাও।ঘটনাস্থলেই নিহত হন বখতিয়ার হোসেন (৩০) ও মো. আবদুল্লাহ (৩২)—তারা সন্ত্রাসী সরোয়ার হোসেনের অনুসারী বলে পরিচিত।গাড়িতে সরোয়ার হোসেনও ছিলেন, তবে তিনি রক্ষা পান।মামলায় দাবি করা হয়, ছোট সাজ্জাদ ও সরোয়ারের মধ্যে বিরোধ থেকেই এ হামলা হয়েছে।ফিরোজা বেগম, নিহত বখতিয়ারের মা, ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

 

মামলার আসামিরা হলেন:

ছোট সাজ্জাদ (হুকুমদাতা), তামান্না শারমিন (সাজ্জাদের স্ত্রী), মো. হাছান, মোবারক হোসেন, মো. খোরশেদ,  মো. রায়হান, মো. বোরহান।

বেলাল ও মানিককে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে পুলিশ গত বুধবার রাতে গ্রেপ্তার করে।

 

এই জোড়া খুনের ঘটনায় চট্টগ্রামের অপরাধ জগতের পুরনো বিরোধ এবং আধিপত্য বিস্তারের চিত্র উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত আছে এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।