সিলেট নগরে ঈদের শুভেচ্ছা জানাতে গাছের ডাল কেটে সড়ক বিভাজকে বিলবোর্ড স্থাপন করায় বিএনপি নেতা মো. আমির হোসেনের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আমির হোসেন ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোড ডিভাইডারের গাছের ডাল কেটে বিলবোর্ড স্থাপন করায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কাজ দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার পেছনে জানা যায়, ঈদের আগে নগরের মদিনা মার্কেট এলাকায় আমির হোসেন বিলবোর্ড স্থাপন করেন। বিলবোর্ডটি যাতে স্পষ্ট দেখা যায়, সেজন্য গাছের ডালপালা কেটে ফেলা হয়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে পরে বিলবোর্ডটি সরিয়ে নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়টি ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। তাঁর নির্দেশক্রমে আমির হোসেনের প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।
এই সিদ্ধান্তকে অনেকে দেখছেন দলের আন্তঃদলীয় শৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা হিসেবে।