ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ক্রিভি রিহে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ নিহত ১৪, আহত অন্তত ৫০

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে রাশিয়ার চালানো এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি, যাদের মধ্যে ৩ মাস বয়সী শিশুও রয়েছে। চলতি বছরে ইউক্রেনে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলাটি ঘটে গতকাল শুক্রবার, জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরের এক আবাসিক এলাকায়।

 

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়, যা খুব অল্প সময়ের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।অগ্নিকাণ্ড ঘটে এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, খেলার মাঠে ধোঁয়ার কুণ্ডলী, রাস্তায় রক্তাক্ত দেহ পড়ে রয়েছে — যদিও এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

এই হামলা ঘটলো এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এমন সময় এই হামলা ভবিষ্যৎ শান্তি আলোচনার পথ আরও কঠিন করে তুলতে পারে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ হামলাকে বেসামরিক জনগণের ওপর সরাসরি বর্বরতা বলে উল্লেখ করেছেন।

ইউক্রেন দাবি করেছে, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কঠিন, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরে।

 

এই ঘটনার পর ইউক্রেনে নিরাপত্তা ও সামরিক সহায়তার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ বাড়বে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রতি সহায়তা জোরদারের দাবি তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ক্রিভি রিহে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ নিহত ১৪, আহত অন্তত ৫০

প্রকাশিত: ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে রাশিয়ার চালানো এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি, যাদের মধ্যে ৩ মাস বয়সী শিশুও রয়েছে। চলতি বছরে ইউক্রেনে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলাটি ঘটে গতকাল শুক্রবার, জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরের এক আবাসিক এলাকায়।

 

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়, যা খুব অল্প সময়ের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।অগ্নিকাণ্ড ঘটে এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, খেলার মাঠে ধোঁয়ার কুণ্ডলী, রাস্তায় রক্তাক্ত দেহ পড়ে রয়েছে — যদিও এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

এই হামলা ঘটলো এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এমন সময় এই হামলা ভবিষ্যৎ শান্তি আলোচনার পথ আরও কঠিন করে তুলতে পারে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ হামলাকে বেসামরিক জনগণের ওপর সরাসরি বর্বরতা বলে উল্লেখ করেছেন।

ইউক্রেন দাবি করেছে, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কঠিন, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরে।

 

এই ঘটনার পর ইউক্রেনে নিরাপত্তা ও সামরিক সহায়তার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ বাড়বে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রতি সহায়তা জোরদারের দাবি তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।