ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব
ব্যাংককে ইউনূস-মোদি

বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী: পররাষ্ট্র সচিব

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

 

বুধবার (২ এপ্রিল) ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পররাষ্ট্র সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আমরা এখনও আশাবাদী। এ নিয়ে আলোচনা চলছে।”

 

বঙ্গোপসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেকের ৭টি সদস্য রাষ্ট্র—বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—এর অংশগ্রহণে বুধবার ব্যাংককে সম্মেলন শুরু হয়। প্রথম দিনে সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব যোগ দেন। সভার শুরুতেই সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

বিমসটেকের এ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

ব্যাংককে ইউনূস-মোদি

বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী: পররাষ্ট্র সচিব

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

 

বুধবার (২ এপ্রিল) ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পররাষ্ট্র সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আমরা এখনও আশাবাদী। এ নিয়ে আলোচনা চলছে।”

 

বঙ্গোপসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেকের ৭টি সদস্য রাষ্ট্র—বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—এর অংশগ্রহণে বুধবার ব্যাংককে সম্মেলন শুরু হয়। প্রথম দিনে সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব যোগ দেন। সভার শুরুতেই সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

বিমসটেকের এ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।