ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

রাজধানীর বনশ্রীতে শিশু ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

Oplus_131072

রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপী এ রায় ঘোষণা করেন।

২০২১ সালে রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় এক নিরাপত্তাকর্মীর সাত বছরের মেয়েকে ধর্ষণ করেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। শিশুটিকে আরবি পড়ানোর সময় সে বাসার ওয়াশরুমের দরজা আটকে পাশবিক নির্যাতন চালায়।

পরিবার বিষয়টি জানার পর খিলগাঁও থানায় মামলা দায়ের করে। ঘটনার তদন্ত শেষে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক মোসা. রাশিদা জাহান রুনা তালুকদার ২০২১ সালের ২৪ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

২০২২ সালের ২০ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।

সব দিক বিবেচনা করে আদালত জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, “ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে। এই রায় শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।”

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, “আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”

 

এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আশা করছে, এটি সমাজে এ ধরনের অপরাধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

রাজধানীর বনশ্রীতে শিশু ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপী এ রায় ঘোষণা করেন।

২০২১ সালে রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় এক নিরাপত্তাকর্মীর সাত বছরের মেয়েকে ধর্ষণ করেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। শিশুটিকে আরবি পড়ানোর সময় সে বাসার ওয়াশরুমের দরজা আটকে পাশবিক নির্যাতন চালায়।

পরিবার বিষয়টি জানার পর খিলগাঁও থানায় মামলা দায়ের করে। ঘটনার তদন্ত শেষে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক মোসা. রাশিদা জাহান রুনা তালুকদার ২০২১ সালের ২৪ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

২০২২ সালের ২০ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।

সব দিক বিবেচনা করে আদালত জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, “ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে। এই রায় শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।”

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, “আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”

 

এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আশা করছে, এটি সমাজে এ ধরনের অপরাধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।