ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

আমার দৃঢ় বিশ্বাস, এবারের নির্বাচনে আমরা জয়ী হব: নাহিদ

আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জিততে যাচ্ছে বলে মনে করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি প্রধান বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এবারের নির্বাচনে আমরা জয়ী হব। তবে এই নির্বাচনই শেষ নয়, আমাদের লক্ষ্য আরও ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে এই শক্তি ধরে রাখা।’

নাহিদ ইসলাম গত বুধবার এএফপিকে সাক্ষাৎকার দেন এবং আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে আমরা যে অঙ্গীকার করেছিলাম তা বাস্তবায়নে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

আগামী নির্বাচনে তার দল সরকার গঠন করতে না পারলেও, এমন একটি রাজনৈতিক শক্তি হিসেবে তৈরি হবে যারা আগামী কয়েক দশক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে বলে মনে করেন তিনি।

পরবর্তী জাতীয় নির্বাচন কখন আয়োজন করা উচিত তা নিয়ে এনসিপি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বিরোধ রয়েছে। বিএনপি যুক্তি দিয়েছে, জনগণের সমর্থিত একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা উচিত।

নাহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ ওঠে, কিন্তু তা সত্য নয়।’ তবে শেখ হাসিনার পতনের পর দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা থাকা অবস্থায় নির্বাচন আয়োজন করা ‘সম্ভব নয়’ বলেও মনে করেন তিনি।

বাংলাদেশের সুদূরপ্রসারী সংস্কারে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যে সংস্কারের জন্য তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছে, সে বিষয়েও দলগুলোর কোনো আগ্রহই নেই।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

আমার দৃঢ় বিশ্বাস, এবারের নির্বাচনে আমরা জয়ী হব: নাহিদ

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জিততে যাচ্ছে বলে মনে করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি প্রধান বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এবারের নির্বাচনে আমরা জয়ী হব। তবে এই নির্বাচনই শেষ নয়, আমাদের লক্ষ্য আরও ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে এই শক্তি ধরে রাখা।’

নাহিদ ইসলাম গত বুধবার এএফপিকে সাক্ষাৎকার দেন এবং আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে আমরা যে অঙ্গীকার করেছিলাম তা বাস্তবায়নে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

আগামী নির্বাচনে তার দল সরকার গঠন করতে না পারলেও, এমন একটি রাজনৈতিক শক্তি হিসেবে তৈরি হবে যারা আগামী কয়েক দশক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে বলে মনে করেন তিনি।

পরবর্তী জাতীয় নির্বাচন কখন আয়োজন করা উচিত তা নিয়ে এনসিপি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বিরোধ রয়েছে। বিএনপি যুক্তি দিয়েছে, জনগণের সমর্থিত একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা উচিত।

নাহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ ওঠে, কিন্তু তা সত্য নয়।’ তবে শেখ হাসিনার পতনের পর দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা থাকা অবস্থায় নির্বাচন আয়োজন করা ‘সম্ভব নয়’ বলেও মনে করেন তিনি।

বাংলাদেশের সুদূরপ্রসারী সংস্কারে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যে সংস্কারের জন্য তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছে, সে বিষয়েও দলগুলোর কোনো আগ্রহই নেই।