ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কেউ চীন সফরে যাচ্ছেন না: জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কেউ দেশটি সফরে যাচ্ছেন না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য একটি প্রতিনিধি দলের সঙ্গে চীন সফরে যাচ্ছেন। তবে কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত নয় এবং কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। কমিটির পক্ষ থেকে কেউ এই প্রতিনিধি দলে অংশগ্রহণ করছেন না বা প্রতিনিধিত্ব করছেন না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়া কেউ কমিটির নাম ব্যবহার করে প্রতিনিধি দলে যোগ দিলে বা কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করলে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয়

কেউ চীন সফরে যাচ্ছেন না: জাতীয় নাগরিক কমিটি

প্রকাশিত: ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় নাগরিক কমিটি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কেউ দেশটি সফরে যাচ্ছেন না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য একটি প্রতিনিধি দলের সঙ্গে চীন সফরে যাচ্ছেন। তবে কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত নয় এবং কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। কমিটির পক্ষ থেকে কেউ এই প্রতিনিধি দলে অংশগ্রহণ করছেন না বা প্রতিনিধিত্ব করছেন না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়া কেউ কমিটির নাম ব্যবহার করে প্রতিনিধি দলে যোগ দিলে বা কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করলে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।