ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
খালি পেটে দুধ চা, বাড়ায় অ্যাসিডিটির ঝুঁকি মাদারীপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু, ঝড়ে বিদ্যুৎহীন হাজারো মানুষ যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের জুলাই ঘোষণাপত্র আটকে রাজনৈতিক ষড়যন্ত্র? বিস্ফোরক দাবি সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিকের ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রাখায় এনসিটিবিকে সম্মাননা প্রদান সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির বৃত্তির অর্থ নিয়ে জালিয়াতি রোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাউশির সতর্কবার্তা ঢাকার ৩৩ খাল রক্ষায় সবুজায়ন ও সচেতনতা কার্যক্রম শুরু করছে ডিএনসিসি ও স্বেচ্ছাসেবীরা ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করলো সরকার সর্বজনীন পেনশন স্কিমে আরও ১২ ব্যাংকের সঙ্গে চুক্তি, মোট সংখ্যা এখন ২৪

ডেভিল হান্টে গ্রেপ্তার ১৩০৮

সারা দেশে অপারেশন ডেভিল হান্টসহ সাধারণ অভিযান চালিয়ে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার রাত ৮টার দিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বাংলানিউজের।

 

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এ সিদ্ধান্ত হয়।

 

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন : বিডিনিউজ জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধেই অভিযানে নেমেছেন তারা। আর যতক্ষণ না ‘ডেভিল’ শেষ হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট ততক্ষণ চলবে। গতকাল রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্‌তী সরকার। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন।

 

এ অভিযান কাদের বিরুদ্ধে, সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল মানে কী? শয়তানই তো টার্গেট এটায়। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতকারী এবং সন্ত্রাসী, তারাই এটার টার্গেট। অপারেশনে পাঁচ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তার হয়েছে, হচ্ছে এবং হবে। পাঁচজন পুলিশ কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, ওইটা আপনাদের মিডিয়ায় চলে আসছে। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

 

তিনি বলেন, গাজীপুরে যারা এই ঘটনা ঘটিয়েছে, অনেককেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যাদের আনা হয় নাই, তাদেরও খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, এই ব্যবস্থা করা হবে।

জনপ্রিয়

খালি পেটে দুধ চা, বাড়ায় অ্যাসিডিটির ঝুঁকি

ডেভিল হান্টে গ্রেপ্তার ১৩০৮

প্রকাশিত: ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

সারা দেশে অপারেশন ডেভিল হান্টসহ সাধারণ অভিযান চালিয়ে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার রাত ৮টার দিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বাংলানিউজের।

 

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এ সিদ্ধান্ত হয়।

 

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন : বিডিনিউজ জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধেই অভিযানে নেমেছেন তারা। আর যতক্ষণ না ‘ডেভিল’ শেষ হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট ততক্ষণ চলবে। গতকাল রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্‌তী সরকার। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন।

 

এ অভিযান কাদের বিরুদ্ধে, সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল মানে কী? শয়তানই তো টার্গেট এটায়। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতকারী এবং সন্ত্রাসী, তারাই এটার টার্গেট। অপারেশনে পাঁচ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তার হয়েছে, হচ্ছে এবং হবে। পাঁচজন পুলিশ কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, ওইটা আপনাদের মিডিয়ায় চলে আসছে। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

 

তিনি বলেন, গাজীপুরে যারা এই ঘটনা ঘটিয়েছে, অনেককেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যাদের আনা হয় নাই, তাদেরও খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, এই ব্যবস্থা করা হবে।