মেহেরপুরের বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মেহেরপুর সদর ও গাংনী উপজেলা পরিষদের উদ্যোগে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সকালে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে অবৈধ ইটভাটা পরিচালনা করায় ৪টি ইটভাটা মালিকদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান শুরু হয়। শুকুরকান্দি গ্রামের জনতা, রুপসা ও থ্রি স্টার ইটভাটা থেকে ১ লাখ টাকা করে এবং সমতা ইটভাটা থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে এই ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জানান, আইন অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করলে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের নেতৃত্বে আরেকটি দল ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করে। এ সময় রামদাসপুর গ্রামের ‘এম আর এইচ ব্রিকস’ ও চাঁদপুর গ্রামের ‘কে এন্ড কে ব্রিক্সস’কে দুই লাখ টাকা করে জরিমানা এবং ফতেপুর গ্রামের ‘এইচ বি ব্রিকস’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এই তিনটি ইটভাটাকে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) অভিযান শুরুর দিনে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের তিনটি ইটভাটা বন্ধ করে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই অভিযানগুলি পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।