ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা হজ্বের নতুন বিধিমালা প্রকাশ করল সৌদি আফগানিস্তানের বাগলান প্রদেশে বিগত বছরে ৬ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ: প্রতিরোধ শক্তির নতুন দিগন্ত আফগান বিমান বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তালিবানের ১০ জন পাইলট কালবৈশাখী ঝড়ে মীরসরাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হাটহাজারীতে গভীর রাতে ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে জখম বুরকিনায় ৪টি শত্রু শিবিরে মুজাহিদদের হামলা: অন্তত ১৭ জান্তা সেনা নিহত

জেনিনে ইসরাইলি হামলায় বেসামরিক হত্যাকাণ্ড: কাতারের তীব্র নিন্দা

দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলের বর্বর হামলা ও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে ‘আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরাইলের এসব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট চুক্তির আলোকে বেসামরিক নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কাতার পুনরায় নিশ্চিত করছে যে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমাদের অটল সমর্থন রয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার।’

কাতার দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে জোরালো অবস্থান ধরে রেখেছে এবং নিরীহ মানুষের ওপর ইসরাইলের দমন-পীড়নের বিরুদ্ধে সরব থেকেছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুই দিন পরই ইসরাইলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে নতুন অভিযান শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে তারা বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়।

একইসঙ্গে, সাঁজোয়া যান ও বুলডোজারের সহায়তায় বিপুলসংখ্যক ইসরাইলি সেনা জেনিন শরণার্থীশিবিরে প্রবেশ করে। এর আগে, পশ্চিম তীরের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে শিবিরে প্রবেশ ও বাহিরে যাওয়ার সব পথ নিয়ন্ত্রণে রাখা যায়। গত মঙ্গলবার শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে ১২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

জনপ্রিয়

সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

জেনিনে ইসরাইলি হামলায় বেসামরিক হত্যাকাণ্ড: কাতারের তীব্র নিন্দা

প্রকাশিত: ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলের বর্বর হামলা ও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে ‘আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরাইলের এসব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট চুক্তির আলোকে বেসামরিক নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কাতার পুনরায় নিশ্চিত করছে যে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমাদের অটল সমর্থন রয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার।’

কাতার দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে জোরালো অবস্থান ধরে রেখেছে এবং নিরীহ মানুষের ওপর ইসরাইলের দমন-পীড়নের বিরুদ্ধে সরব থেকেছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুই দিন পরই ইসরাইলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে নতুন অভিযান শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে তারা বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়।

একইসঙ্গে, সাঁজোয়া যান ও বুলডোজারের সহায়তায় বিপুলসংখ্যক ইসরাইলি সেনা জেনিন শরণার্থীশিবিরে প্রবেশ করে। এর আগে, পশ্চিম তীরের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে শিবিরে প্রবেশ ও বাহিরে যাওয়ার সব পথ নিয়ন্ত্রণে রাখা যায়। গত মঙ্গলবার শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে ১২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।