ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বায়েজিদে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার ডাকাতি করতে লোহাগাড়া আসার পথে থানা পুলিশের জালে বাঁশখালীর সরলে পূর্ব শত্রুতার জের ধরে গোলাগুলি, আহত ৩০ রাতে ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা চাঁদপুরে খাদ্যদ্রব্যে ভেজাল মিশানোর কারনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সামান্য ঘটনায় ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ, বহিষ্কার হলো দুই শিক্ষার্থী প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান দেখানো হয়েছে: নারী অধিকার আন্দোলন

বাংলাদেশী শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার

অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়াকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন।

 

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশে মাল্টিপল-এন্ট্রি ভিসার ব্যবস্থা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে যোগ দিতে না পারা ১৮ হাজার শ্রমিকের প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

হাইকমিশনার জানান, এ বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ কারিগরি কমিটি ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে এবং আরও একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অক্টোবরে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে শ্রমিকদের দ্রুত কর্মে যোগদানের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আসিয়ান চেয়ারম্যান পদে মালয়েশিয়ার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার এবং পূর্ণ সদস্য হওয়ার সমর্থন দেওয়ার অনুরোধ করেন।

তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানান এবং মালয়েশিয়ার সঙ্গে আরও বিনিয়োগ ও কারখানা স্থানান্তরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়ার তারিখের অপেক্ষায় রয়েছে এবং ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পঞ্চম যৌথ কমিশন বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বায়েজিদে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

বাংলাদেশী শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়াকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন।

 

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশে মাল্টিপল-এন্ট্রি ভিসার ব্যবস্থা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে যোগ দিতে না পারা ১৮ হাজার শ্রমিকের প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

হাইকমিশনার জানান, এ বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ কারিগরি কমিটি ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে এবং আরও একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অক্টোবরে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে শ্রমিকদের দ্রুত কর্মে যোগদানের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আসিয়ান চেয়ারম্যান পদে মালয়েশিয়ার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার এবং পূর্ণ সদস্য হওয়ার সমর্থন দেওয়ার অনুরোধ করেন।

তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানান এবং মালয়েশিয়ার সঙ্গে আরও বিনিয়োগ ও কারখানা স্থানান্তরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়ার তারিখের অপেক্ষায় রয়েছে এবং ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পঞ্চম যৌথ কমিশন বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।