ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ইরানে ভয়াবহ বিস্ফোরণ কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয় গাইবান্ধায় জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্যান্ডেলে আগুন দিল ক্ষুদ্ধ জনতা হজ ক্যাম্পেইন প্রতারনার সাথে জড়িতদের গ্রেফতার করছে সৌদি সুন্দরী তরুণীদের ‘হানি ট্র্যাপে’ ধরা পড়ছে ধনাঢ্য ও প্রভাবশালীরা হাসিনা সরকার পতনের পরেও থামছে না তাণ্ডব—আকবর আলীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী কোপা দেল রে ফাইনালে ক্লাসিকো উত্তাপ: আনচেলত্তির ভাগ্য নির্ধারণের ম্যাচ আজ চবির ঝুলন্ত সেতু আরো নান্দনিক হচ্ছে ৪৯তম বিসিএস থেকে আসছে যুগোপযোগী নতুন সিলেবাস ‘গ্রোক স্টুডিও’র প্রথম সংস্করণে এলো কোড সম্পাদনা ও গুগল ড্রাইভ সংযোগ সুবিধা

রংপুরে সেই তিন কর্মকর্তার শাস্তি

রংপুরে তথ্যমেলার চারটি স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণীযুক্ত লিফলেট বিতরণের ঘটনায় দুই কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায় ও জেলা সঞ্চয় বু্যরোর সহকারী পরিচালক মো. মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁও জেলায় বদলি করা হয়েছে।

এছাড়া জেলা মত্স্য কর্মকর্তা ড. মুহম্মদ সালাহ উদ্দিন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল  বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, বিষয়টি জানার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় অবহেলার জন্য সংশি্লষ্টদের বিরুদ্ধে প্রাথমিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা নেবে সংশি্লষ্ট দপ্তরগুলো। সে বিষয়ে নির্দেশনাও রয়েছে।

২০২৪ সালের ২২ ডিসেম্বর রংপুর জেলা প্রশাসক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তথ্য মেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী দিনে জেলা মত্স্য অধিদপ্তর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি এবং জেলা সঞ্চয় বু্যরোর স্টলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী ও মুজিববর্ষের বিভিন্ন উন্নয়ন স্লোগানযুক্ত লিফলেট পাওয়া যায়। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদ জানান। তারা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি জানিয়ে দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময়সীমা বেঁধে দেন।

জনপ্রিয়

ইরানে ভয়াবহ বিস্ফোরণ

রংপুরে সেই তিন কর্মকর্তার শাস্তি

প্রকাশিত: ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

রংপুরে তথ্যমেলার চারটি স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণীযুক্ত লিফলেট বিতরণের ঘটনায় দুই কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায় ও জেলা সঞ্চয় বু্যরোর সহকারী পরিচালক মো. মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁও জেলায় বদলি করা হয়েছে।

এছাড়া জেলা মত্স্য কর্মকর্তা ড. মুহম্মদ সালাহ উদ্দিন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল  বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, বিষয়টি জানার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় অবহেলার জন্য সংশি্লষ্টদের বিরুদ্ধে প্রাথমিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা নেবে সংশি্লষ্ট দপ্তরগুলো। সে বিষয়ে নির্দেশনাও রয়েছে।

২০২৪ সালের ২২ ডিসেম্বর রংপুর জেলা প্রশাসক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তথ্য মেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী দিনে জেলা মত্স্য অধিদপ্তর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি এবং জেলা সঞ্চয় বু্যরোর স্টলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী ও মুজিববর্ষের বিভিন্ন উন্নয়ন স্লোগানযুক্ত লিফলেট পাওয়া যায়। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদ জানান। তারা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি জানিয়ে দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময়সীমা বেঁধে দেন।