চলতি বছরের অক্টোবর মাসে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ। বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ২৮ অক্টোবর। এটি সূর্যগ্রহণের ঠিক ১৪ দিন পরে হতে চলেছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, পূর্ণিমা পর্বে এই চন্দ্রগ্রহণ হবে। পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে, তখন পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠে পড়ে, যার ফলে চাঁদের পৃষ্ঠটি ঝাপসা হয়ে যায়। কখনও কখনও চাঁদের পৃষ্ঠ কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ লাল হয়ে যায়। এবার এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনার মনে অনেক প্রশ্ন আসছে। চলুন জেনে নেওয়া যাক সব প্রশ্নের উত্তর
আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে..
প্রতিটি চন্দ্রগ্রহণ পৃথিবীর অর্ধেক জুড়ে দেখা যায়। এই আংশিক চন্দ্রগ্রহণ ২৮ অক্টোবর ২০২৩ তারিখে ঘটবে। বাংলাদেশে এটি ২৮ অক্টোবর দৃশ্যমান হবে। পশ্চিম প্রশান্ত মহাসাগর, অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, পূর্ব দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। মধ্যরাতের দিকে বাংলাদেশের সব এলাকা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
কত সময় ধরে ঘটবে এই চন্দ্রগ্রহণ?
এই গ্রহণ মোট ১ ঘন্টা ১৯ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশে পরবর্তী চন্দ্রগ্রহণ আবার দেখা যাবে ৭ সেপ্টেম্বর ২০২৫-এ। পুরো চাঁদ পৃথিবীর ছায়ার নিচে চলে গেলে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। এর আগে ৮ নভেম্বর ২০২২-এ, বাংলাদেশে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।এটি ২৮ অক্টোবর রাত ১:৩৫ মিনিটে শুরু হবে এবং ২:৫৪ মিনিটে শেষ হবে।