ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

নৈশকোচ-ধানবোঝাই ট্রাক সংঘর্ষ, নিহত ৩

দিনাজপুরের বীরগঞ্জে নৈশকোচ ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই চালক এবং এক যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নৈশকোচের আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা সদর হতে ফায়ার সার্ভিসের সদস্য এবং বীরগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। ঘটনায় নিহতরা হলেন- নৈশকোচের ড্রাইভার পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) ও একই জেলার আহম্মেদনগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩০)।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও-রাণীশংকৈলগামী হেরিটেজ স্লিপারের একটি যাত্রীবাহী নৈশকোচ বীরগঞ্জ উপজেলার যদুরমোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা উপর দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই চালক ও এক যাত্রীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার জানান, এ পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

নৈশকোচ-ধানবোঝাই ট্রাক সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে নৈশকোচ ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই চালক এবং এক যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নৈশকোচের আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা সদর হতে ফায়ার সার্ভিসের সদস্য এবং বীরগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। ঘটনায় নিহতরা হলেন- নৈশকোচের ড্রাইভার পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) ও একই জেলার আহম্মেদনগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩০)।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও-রাণীশংকৈলগামী হেরিটেজ স্লিপারের একটি যাত্রীবাহী নৈশকোচ বীরগঞ্জ উপজেলার যদুরমোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা উপর দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই চালক ও এক যাত্রীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার জানান, এ পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।