ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

চট্টগ্রাম পলিটেকনিকে সংঘর্ষে আহত ৯, পাল্টাপাল্টি অভিযোগ

চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে হলে ওঠাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন। ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আবার শিবিরের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

তবে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ বলছে, ছাত্রদলের নেতাকর্মীরা হলের কিছু আসন নিজেদের জন্য দাবি করে। কলেজ প্রশাসন এটি না দেওয়ায় বৈধভাবে হলে উঠতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে।

পুলিশ বলছে, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জাকির হোসাইন নামে এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, ছাত্রদের গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি ছিল হল খুলে দেওয়ার। দীর্ঘদিন ধরে হলগুলো বন্ধ ছিল। গত ১০ নভেম্বর কলেজ প্রশাসন হলে আসন বরাদ্দ দেওয়ার নোটিশ দেয়। ১৪ নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়। এরপর ১৮ নভেম্বর ফলাফল প্রকাশ এবং ১৯ ও ২০ নভেম্বর হলে ওঠে শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদল নিজেদের জন্য কিছু আসন দাবি করে। এটা নিয়ে ছাত্রদল গতকাল থেকে ঝামেলা করতেছে। আজকে তারা বৈধভাবে হলে ওঠা সাধারণ ছাত্রদের ওপর হামলা করেছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, সাধারণ ছাত্রদের ওপর শিবির হামলা করেছে। হলগুলো থাকার মতো পরিবেশ নেই। কলেজ প্রশাসন মনে হল বন্ধ করে দেবে।

মহানগর উত্তর শিবিরের সভাপতি ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বৈধভাবে সাধারণ ছাত্ররা হলে উঠেছিল। ছাত্রদলের সাধারণ ছাত্রদের ওপর বহিরাগত এনে ছাত্রদল হামলা করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) ফয়সাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে একটু সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

চট্টগ্রাম পলিটেকনিকে সংঘর্ষে আহত ৯, পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে হলে ওঠাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন। ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আবার শিবিরের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

তবে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ বলছে, ছাত্রদলের নেতাকর্মীরা হলের কিছু আসন নিজেদের জন্য দাবি করে। কলেজ প্রশাসন এটি না দেওয়ায় বৈধভাবে হলে উঠতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে।

পুলিশ বলছে, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জাকির হোসাইন নামে এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, ছাত্রদের গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি ছিল হল খুলে দেওয়ার। দীর্ঘদিন ধরে হলগুলো বন্ধ ছিল। গত ১০ নভেম্বর কলেজ প্রশাসন হলে আসন বরাদ্দ দেওয়ার নোটিশ দেয়। ১৪ নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়। এরপর ১৮ নভেম্বর ফলাফল প্রকাশ এবং ১৯ ও ২০ নভেম্বর হলে ওঠে শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদল নিজেদের জন্য কিছু আসন দাবি করে। এটা নিয়ে ছাত্রদল গতকাল থেকে ঝামেলা করতেছে। আজকে তারা বৈধভাবে হলে ওঠা সাধারণ ছাত্রদের ওপর হামলা করেছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, সাধারণ ছাত্রদের ওপর শিবির হামলা করেছে। হলগুলো থাকার মতো পরিবেশ নেই। কলেজ প্রশাসন মনে হল বন্ধ করে দেবে।

মহানগর উত্তর শিবিরের সভাপতি ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বৈধভাবে সাধারণ ছাত্ররা হলে উঠেছিল। ছাত্রদলের সাধারণ ছাত্রদের ওপর বহিরাগত এনে ছাত্রদল হামলা করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) ফয়সাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে একটু সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।