ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
এবার শাহবাগেই আ.লীগ নিষিদ্ধের ঝড় তুলছে জামায়াত-শিবির চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের প্রজ্ঞাপন জারি আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা প্রধান উপদেষ্টার ঈদের আগে ১৭ ও ২৪ মে খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন স্নিগ্ধ, দায়িত্ব নিলেন লে. কর্নেল কামাল আকবর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ডাক এনসিপির ববি ভিসির অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন চবিতে থ্যালাসেমিয়া রোগীদের প্রতিবন্ধী স্বীকৃতির দাবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের মানববন্ধন

কুমিল্লায় বাসচাপায় ভাইবোন নিহত, বাবা সহ আহত ৩

কুমিল্লায় সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- জাফরগঞ্জ ইউপির হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও তার বোন ফাহিমা (৯)। তারা দুই ভাইবোন ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

 

স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তার ছেলে এবং মেয়ে ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর তার নিজের অটোরিকশায় করে দুই সন্তানকে মাদরাসা থেকে শিশু দুটির নানাবাড়ি পাশের ওলুয়া যাচ্ছিলেন। রাত ৮টার দিকে মাদরাসা থেকে একটু দূরে এলে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। পরে মারাত্মক আহত অবস্থায় ফাহিমাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর বাবা জাহাঙ্গীরসহ অটোরিকশার অন্য তিন যাত্রীও আহত হন। তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশু নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

এবার শাহবাগেই আ.লীগ নিষিদ্ধের ঝড় তুলছে জামায়াত-শিবির

কুমিল্লায় বাসচাপায় ভাইবোন নিহত, বাবা সহ আহত ৩

প্রকাশিত: ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

কুমিল্লায় সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- জাফরগঞ্জ ইউপির হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও তার বোন ফাহিমা (৯)। তারা দুই ভাইবোন ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

 

স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তার ছেলে এবং মেয়ে ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর তার নিজের অটোরিকশায় করে দুই সন্তানকে মাদরাসা থেকে শিশু দুটির নানাবাড়ি পাশের ওলুয়া যাচ্ছিলেন। রাত ৮টার দিকে মাদরাসা থেকে একটু দূরে এলে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। পরে মারাত্মক আহত অবস্থায় ফাহিমাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর বাবা জাহাঙ্গীরসহ অটোরিকশার অন্য তিন যাত্রীও আহত হন। তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশু নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।