২০১৩ সালে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়েছিল শাহবাগ চত্বর; আজ সেই একই স্থান থেকেই উল্টো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঝড় তুলছে জামায়াত-শিবির। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি রাত। শাহবাগে জামায়াত-শিবির নিষিদ্ধসহ যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। বিতর্কিত মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে স্লোগান তোলে গণজাগরণ মঞ্চ। এরপর এই মঞ্চকে ব্যবহার করে সরকারের রাষ্ট্রযন্ত্রকে চাপের মুখে রেখে নানা বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে হাসিনা সরকার। বিরোধীমত দমনের হাতিয়ার হয়ে ওঠে ‘রাজাকার’ স্লোগান। শেষ সময়ে এসে জামায়াতকে নিষিদ্ধও করে হাসিনা সরকার।
তবে ৫ আগস্ট পরবর্তী পাল্টে গেছে দৃশ্যপট। জামায়াত-শিবির সেই শাহবাগেই আওয়ামী লীগ নিষিদ্ধের ঝড় তুলছে। শুধু জামায়াত-শিবির নয়; জুলাই বিপ্লবের প্রেরণাকে ধারণকারী বিভিন্ন রাজনৈতিক দলসহ সাধারণ মানুষও কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান তুলছে আওয়ামী লীগ নিষিদ্ধের।
শাহবাগের রাজনৈতিক রূপান্তরে ২০২৫ সালে এসে দেখা যাচ্ছে, স্থান ঠিকই আছে। শুধু বদলে গেছে দাবি ও আন্দোলনকারী।
সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেই এখন রাজপথে নেমেছে জামায়াত-শিবিরসহ জুলাই বিপ্লবের প্রেরণাকে ধারণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। ৫ আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর হাসিনা সরকারের নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটিয়ে প্রকাশ্যে স্লোগান তুলছে শিবির।