ক্রীড়াঙ্গণ সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, সার্চ কমিটির অসম্পূর্ণ কাজগুলো প্রয়োজনে মন্ত্রণালয় নিজস্বভাবে সম্পন্ন করবে।
দীর্ঘ সাত মাসের কার্যকালেও কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনসহ গঠনতন্ত্র সংস্কারের কাজ অসম্পূর্ণ থাকায় মন্ত্রণালয় আর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী সংস্কার কাজগুলো জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করে সম্পন্ন করা হবে।
আসন্ন বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন গঠনতন্ত্র অনুযায়ী। এছাড়া সব খেলাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখাই হবে মন্ত্রণালয়ের অঙ্গীকার।
এছাড়া বিভিন্ন ফেডারেশনে নিয়মিত খেলা চালু রাখতে এবং ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ বাড়াতে উদ্যোগ নিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।