ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আবারও উত্তপ্ত শাহবাগ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর আন্দোলন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থী তিন দিনের রিমান্ডে মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি বদলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে সমাবেশে পানি ছিটানো নিয়ে সমালোচনার মুখে ডিএনসিসির ব্যাখ্যা সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬৭৩ জন সুন্দরবন দিয়ে ৭৮ জনকে পুশইন করলো বিএসএফ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির গণজমায়েতের ঘোষণা

নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের বাসায় যাওয়ায় তেজগাঁও থানার এসআই ক্লোজড

প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যাওয়ায় তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

শুক্রবার (৯ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

 

ডিএমপি জানায়, যেসব পুলিশ সদস্য সাজেদুলের বাসায় গিয়েছিলেন, তারা নতুন যোগদান করেছেন এবং জানতেন না যে ওই বাসার বাসিন্দা সাজেদুল দীর্ঘদিন ধরে নিখোঁজ।

 

বুধবার রাতে শাহীনবাগে সাজেদুলের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়ায় এসআই আকরামকে প্রত্যাহার করা হয়।

 

সাজেদুলের বোন সানজিদা ইসলাম ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়কারী, যা গুম হওয়া ব্যক্তিদের পরিবার নিয়ে গঠিত।

 

ডিএমপির বিবৃতিতে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়, পুলিশ দলটি ওয়ারেন্ট তামিল করতে গিয়ে পরিস্থিতির সৃষ্টি করে। ডিএমপি ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা এবং নিরাপত্তায় প্রতিশ্রুতিশীল বলে জানায়।

জনপ্রিয়

ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের বাসায় যাওয়ায় তেজগাঁও থানার এসআই ক্লোজড

প্রকাশিত: ৭ ঘন্টা আগে

প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যাওয়ায় তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

শুক্রবার (৯ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

 

ডিএমপি জানায়, যেসব পুলিশ সদস্য সাজেদুলের বাসায় গিয়েছিলেন, তারা নতুন যোগদান করেছেন এবং জানতেন না যে ওই বাসার বাসিন্দা সাজেদুল দীর্ঘদিন ধরে নিখোঁজ।

 

বুধবার রাতে শাহীনবাগে সাজেদুলের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়ায় এসআই আকরামকে প্রত্যাহার করা হয়।

 

সাজেদুলের বোন সানজিদা ইসলাম ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়কারী, যা গুম হওয়া ব্যক্তিদের পরিবার নিয়ে গঠিত।

 

ডিএমপির বিবৃতিতে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়, পুলিশ দলটি ওয়ারেন্ট তামিল করতে গিয়ে পরিস্থিতির সৃষ্টি করে। ডিএমপি ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা এবং নিরাপত্তায় প্রতিশ্রুতিশীল বলে জানায়।