আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পানি ছিটানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুর ৩টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এনসিপির সমাবেশ চলাকালে প্রচণ্ড রোদের কারণে আন্দোলনকারীরা অস্বস্তিতে পড়েন। এ সময় ডিএনসিসি সমাবেশস্থলে ওয়াটার স্প্রে ভেহিকেলের মাধ্যমে পানি ছিটায়। এতে সমাবেশকারীরা স্বস্তি প্রকাশ করলেও সামাজিক মাধ্যমে ঘটনাটিকে পক্ষপাতমূলক বলে দাবি করেন অনেকেই।
ডিএনসিসি পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গরমের মধ্যে জনসমাগম হলে হিট স্ট্রোক এড়াতে নিয়মিতভাবে ওয়াটার স্প্রে ভেহিকেল ব্যবহৃত হচ্ছে। এটি রুটিন সেবা কার্যক্রমের অংশ এবং কোনো রাজনৈতিক বিবেচনায় হয়নি।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, রাজধানীর যেসব এলাকায় ভিড় হয়, যেমন বাজার, টার্মিনাল, বাসস্ট্যান্ড বা রাজনৈতিক কর্মসূচি—সেখানেই পানি ছিটানো হয়। তিনি বলেন, “সমাবেশ রাজনৈতিক না অরাজনৈতিক—সেটা আমাদের বিবেচ্য নয়, আমরা কেবল নাগরিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করি।”