ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

অস্ত্রের সন্ধানে পুকুরে জাল ফেলে দুইটি মোটরসাইকেল পেল পুলিশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা থেকে লুটের আগ্নেয়াস্ত্র পুকুরে ফেলা হয়েছে। এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার এক আসামির কাছ থেকে তথ্য পেয়ে অস্ত্রের সন্ধানে বিটেক কলেজ রোড এলাকার একটি পুকুরে জাল ফেলে পুলিশ।

তবে জালে আগ্নেয়াস্ত্র নয়, উদ্ধার হয়েছে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল। সোমবার (৪ নভেম্বর) দুপুরে এই অভিযান চালায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, ‘তথ্য ছিল পুকুরের মধ্যে অস্ত্র এবং থানা থেকে লুট করা অস্ত্র ও বিভিন্ন মালামাল আছে। তবে জাল ফেলে পাওয়া গেছে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল। তবে মোটরসাইকেল দুটি অক্ষত নেই। এগুলো ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।’

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সোমবার ভোরে এক আসামিকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে পুকুরে জাল ফেলে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাহাড়তলী থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এই থানা থেকে ৩৫টি মোটরসাইকেল লুট করা হয়েছে।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সিএমপি’র ৮ থানা ও ফাঁড়িতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তখন থানার নথিপত্র জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র, গুলি, আলামতের মালামাল এবং পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলও লুট করে।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

অস্ত্রের সন্ধানে পুকুরে জাল ফেলে দুইটি মোটরসাইকেল পেল পুলিশ

প্রকাশিত: ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা থেকে লুটের আগ্নেয়াস্ত্র পুকুরে ফেলা হয়েছে। এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার এক আসামির কাছ থেকে তথ্য পেয়ে অস্ত্রের সন্ধানে বিটেক কলেজ রোড এলাকার একটি পুকুরে জাল ফেলে পুলিশ।

তবে জালে আগ্নেয়াস্ত্র নয়, উদ্ধার হয়েছে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল। সোমবার (৪ নভেম্বর) দুপুরে এই অভিযান চালায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, ‘তথ্য ছিল পুকুরের মধ্যে অস্ত্র এবং থানা থেকে লুট করা অস্ত্র ও বিভিন্ন মালামাল আছে। তবে জাল ফেলে পাওয়া গেছে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল। তবে মোটরসাইকেল দুটি অক্ষত নেই। এগুলো ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।’

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সোমবার ভোরে এক আসামিকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে পুকুরে জাল ফেলে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাহাড়তলী থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এই থানা থেকে ৩৫টি মোটরসাইকেল লুট করা হয়েছে।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সিএমপি’র ৮ থানা ও ফাঁড়িতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তখন থানার নথিপত্র জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র, গুলি, আলামতের মালামাল এবং পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলও লুট করে।