ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

সারদায় প্রশিক্ষণরত আরো ৫৮ এসআইকে অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই নিয়ে তৃতীয় দফায় রাজশাহীর সারদায় আরও ৫৮ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর। এই নিয়ে ৪০তম এসআই ব্যাচের মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।

 

 

তিনি বলেন, অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের জন্য, রাজনৈতিক কারণে নয়। এর আগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। এ নিয়ে মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।

 

অব্যাহতির আদেশ কবে হয় জানতে চাইলে তিনি বলেন, “আজকে বলছি মানে এটা আজই হয়েছে।”

 

তিনি আরো বলেন, “শৃঙ্খলা ভঙ্গের কারণে ৪০তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

 

 

এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন ও ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৯ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। ক্লাসে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবারও অভিযোগ একই।

 

 

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালে এসআই পদে নিয়োগ পাওয়া ৮২৩ জন এসআই পুলিশ অ্যাকাডেমিতে মৌলিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

 

 

 

পুলিশ একাডেমির তথ্যমতে, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর এই ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এ বছরের ৪ নভেম্বর (আজ) এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

সারদায় প্রশিক্ষণরত আরো ৫৮ এসআইকে অব্যাহতি

প্রকাশিত: ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই নিয়ে তৃতীয় দফায় রাজশাহীর সারদায় আরও ৫৮ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর। এই নিয়ে ৪০তম এসআই ব্যাচের মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।

 

 

তিনি বলেন, অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের জন্য, রাজনৈতিক কারণে নয়। এর আগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। এ নিয়ে মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।

 

অব্যাহতির আদেশ কবে হয় জানতে চাইলে তিনি বলেন, “আজকে বলছি মানে এটা আজই হয়েছে।”

 

তিনি আরো বলেন, “শৃঙ্খলা ভঙ্গের কারণে ৪০তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

 

 

এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন ও ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৯ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। ক্লাসে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবারও অভিযোগ একই।

 

 

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালে এসআই পদে নিয়োগ পাওয়া ৮২৩ জন এসআই পুলিশ অ্যাকাডেমিতে মৌলিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

 

 

 

পুলিশ একাডেমির তথ্যমতে, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর এই ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এ বছরের ৪ নভেম্বর (আজ) এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল।