কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মোছা. রুবিনা (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকার মো. মনিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে নিজ রান্নাঘরে রান্না করতে যান রুবিনা। এ সময় বৈদ্যুতিক হিটার মেশিনে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক হিটার মেশিনে বিদ্যুৎতায়িত হয়ে রুবিনার মৃত্যু হয়েছে।