ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামে নারীর সম্মান: ঢাবিতে ব্যতিক্রমী উৎসব রোববার

শনিবার বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের ঐতিহাসিক বটতলায় উৎসবটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, উৎসব উপলক্ষে বটতলা প্রাঙ্গণকে নারীর মর্যাদা বিষয়ক পবিত্র কুরআনের আয়াত, হাদীস এবং বিভিন্ন ক্ষেত্রে নারীর সংগ্রামী ভূমিকার আলোকচিত্র দিয়ে সজ্জিত করা হবে। দিনব্যাপী অনুষ্ঠানে ইসলামে নারীর মর্যাদা, সম্মান ও তাদের সংগ্রামী ভূমিকার উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ পর্বে, ‘হিজাবোফোবিয়া’ তথা হিজাব বিদ্বেষের শিকার বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরবেন।

উৎসবে সভাপতিত্ব করবেন বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন। তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচিতি এবং আত্মমর্যাদাকে শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই এই উৎসবের আয়োজন। এর মাধ্যমে মুসলিম শিক্ষার্থীরা ইসলামকে ধারণ করে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার আত্মবিশ্বাস অর্জন করবে।’

সানোয়ারা খাতুন আরও জানান, উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইসলামে প্রদত্ত নারীর মর্যাদার আলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অধিকার ও নিরাপত্তা সংক্রান্ত একটি দাবিনামা উপস্থাপন করা। তিনি আশা প্রকাশ করেন, ‘এর মাধ্যমে বাংলাদেশে নারীর অধিকার ও মর্যাদা উন্নত বিশ্বের চেয়েও উন্নীত হবে ইনশাআল্লাহ।’

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান বলেন, ‘আমাদের এই উৎসব নারীর মর্যাদা ও অধিকার সমুন্নত করতে একটি শক্তিশালী বার্তা দেবে। আমরা আশা করছি, অতীতে নারী শিক্ষার্থীদের প্রতি যে হিজাব বিদ্বেষের ঘটনা ঘটেছে, তার ক্ষত মুছে বিশ্ববিদ্যালয়ে সহিষ্ণুতা ও সম্প্রীতির এক ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

জনপ্রিয়

ইসলামে নারীর সম্মান: ঢাবিতে ব্যতিক্রমী উৎসব রোববার

প্রকাশিত: ১৬ মিনিট আগে

শনিবার বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের ঐতিহাসিক বটতলায় উৎসবটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, উৎসব উপলক্ষে বটতলা প্রাঙ্গণকে নারীর মর্যাদা বিষয়ক পবিত্র কুরআনের আয়াত, হাদীস এবং বিভিন্ন ক্ষেত্রে নারীর সংগ্রামী ভূমিকার আলোকচিত্র দিয়ে সজ্জিত করা হবে। দিনব্যাপী অনুষ্ঠানে ইসলামে নারীর মর্যাদা, সম্মান ও তাদের সংগ্রামী ভূমিকার উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ পর্বে, ‘হিজাবোফোবিয়া’ তথা হিজাব বিদ্বেষের শিকার বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরবেন।

উৎসবে সভাপতিত্ব করবেন বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন। তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচিতি এবং আত্মমর্যাদাকে শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই এই উৎসবের আয়োজন। এর মাধ্যমে মুসলিম শিক্ষার্থীরা ইসলামকে ধারণ করে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার আত্মবিশ্বাস অর্জন করবে।’

সানোয়ারা খাতুন আরও জানান, উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইসলামে প্রদত্ত নারীর মর্যাদার আলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অধিকার ও নিরাপত্তা সংক্রান্ত একটি দাবিনামা উপস্থাপন করা। তিনি আশা প্রকাশ করেন, ‘এর মাধ্যমে বাংলাদেশে নারীর অধিকার ও মর্যাদা উন্নত বিশ্বের চেয়েও উন্নীত হবে ইনশাআল্লাহ।’

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান বলেন, ‘আমাদের এই উৎসব নারীর মর্যাদা ও অধিকার সমুন্নত করতে একটি শক্তিশালী বার্তা দেবে। আমরা আশা করছি, অতীতে নারী শিক্ষার্থীদের প্রতি যে হিজাব বিদ্বেষের ঘটনা ঘটেছে, তার ক্ষত মুছে বিশ্ববিদ্যালয়ে সহিষ্ণুতা ও সম্প্রীতির এক ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’