ঢাকা , সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
পাকিস্তানের দাবি সিন্ধু চুক্তি স্থগিত হওয়ায় ২৪ কোটিরও বেশি মানুষের জীবন হুমকিতে এরদোয়ানের সঙ্গে আল-শারার বৈঠক, তুরস্ক-সিরিয়া সম্পর্ক জোরদারের ইঙ্গিত কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ২ প্রাথমিকের সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতিতে, ক্ষতিগ্রস্ত হবে ১ কোটি শিশু শিক্ষার্থী কোরবানির গরুর চামড়ার সর্বনিম্ন দাম ১১৫০ টাকা ঢাকায় ১৩৫০ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় ‘কুকি-চিনের’ ২০ হাজার পোশাক জব্দ লরির ধাক্কায় প্রাণ গেলো দুই তরুণ প্রকৌশলীর যাত্রীর নিরাপত্তায় সিসি ক্যামেরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার: প্রেস সচিব কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

লরির ধাক্কায় প্রাণ গেলো দুই তরুণ প্রকৌশলীর

বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে রাইড শেয়ারিং করা আশফাকুর রহমান আসিফের (২৪) মোটরসাইকেলে চেপে উত্তরার হাসপাতালে চিকিৎসাধীন বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ সম্পদ (২৫)। কিন্তু সিমেন্ট বোঝাই বেপরোয়া এক লরির ধাক্কায় নিমিষেই প্রাণ কেড়ে নিলো দেশের আগামির ভবিষ্যৎ এই দুই যুবকের। গতকাল রোববার সকালে রাজধানীর বনানী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীদের অভিযোগ, বেপরোয়া গতি এবং চালকের খামখেয়ালিপনা কারনেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

হাজী দীনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে এ বছরই বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন আশফাকুর রহমান আসিফ। আর একই সাথে চট্টগ্রাম মেরিন একাডেমী থেকে মেরিন এ লেখাপড়া শেষ করেছেন আসিফ মাহমুদ সম্পদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রোববার সকাল ৯ টার দিকে মহাখালী থেকে আশফাকুর রহমান আসিফের মোটরসাইকেলে করে উত্তরার একটি হাসপাতালে দিকে যাচ্ছিলেন আসিফ মাহমুদ সম্পদ। কিন্তু বনানীতে পেছন দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি লরি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন আশফাকুর রহমান আসিফ। চাকরির খোঁজার পাশাপাশি করতেন রাইড শেয়ারিং। এদিকে ওই মোটর সাইকেলে করে মহাখালী থেকে বাবার জন্য খাবার নিয়ে উত্তরার হাসপাতালের দিকে যাচ্ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ সম্পদ। তিনি চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিং এর ৫৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আসিফের বন্ধু বিধান জানান, আমরা হাজী দীনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর থেকে ডিসেম্বরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। তার স্বপ্ন ছিল সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করবে। বিভিন্ন জায়গায় চাকরির জন্য সে সিভি দিয়েছে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিল। পাশাপাশি সে মোটর সাইকেলের রাইড শেয়ারিং করতো। সকালের দিকে সে মোটরসাইকেলে করে উত্তরা দিকে যাচ্ছিল। এ সময় বনানী এলাকায় সিমেন্টের একটি লরি ওই মোটরসাইকেলে ধাক্কায় দিয়ে দুজনকেই চাপা দেয়। এতে আমার বন্ধু আশফাকুর রহমান আসিফ এবং ওই মোটরসাইকেলে থাকা আসিফ মাহমুদ সম্পদ নামে একজন মারা যায়। তিনি একটি বেসরকারি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করবে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আসিফের বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানার পশ্চিম কুমারপাড়া এলাকায়। বাবা মোহাম্মদ আলম। বর্তমানে সে ফার্মগেট এলাকায় থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

এদিকে নিহত আসিফ মাহমুদ সম্পদের প্রতিবেশী জানান, আসিফ মাহমুদ সম্পদ ফেব্রুয়ারি মাসে চায়নার একটি শিপ থেকে ইন্টারনী শেষ করে। আসিফের বাবার ব্রেন টিউমার ধরা পড়ে। সেই কারণে ঢাকায় আসে এবং তার বাবার উত্তরা একটি বেসরকারি হাসপাতালে ব্রেন টিউমারের অপারেশন হয়। গতকাল সকালে এসে মহাখালি তার খালার বাসা থেকে খাবার নিয়ে একটি রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে উত্তরায় বাবার কাছে হাসপাতালে যাচ্ছিলো। শেষ পর্যন্ত আর খাবার নিয়ে তার বাবার কাছে পৌঁছাতে পারেনি। এখন পর্যন্ত তার বাবা-মা কেউই ঘটনাটি জানেনা। আসিফ মাহমুদ সম্পদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার দখলপুর গ্রামে। বাবার নাম শহিদুল ইসলাম। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিল সবার বড়। কয়েক মাস আগে তার বাবা শহিদুল ইসলাম বিজিবি থেকে অবসর গ্রহণ করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এই লরির হেলপার রবিউল ইসলামকে আটক করা হলেও পালিয়ে গেছে চালক। তাদের দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

পাকিস্তানের দাবি সিন্ধু চুক্তি স্থগিত হওয়ায় ২৪ কোটিরও বেশি মানুষের জীবন হুমকিতে

লরির ধাক্কায় প্রাণ গেলো দুই তরুণ প্রকৌশলীর

প্রকাশিত: ৩ ঘন্টা আগে

বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে রাইড শেয়ারিং করা আশফাকুর রহমান আসিফের (২৪) মোটরসাইকেলে চেপে উত্তরার হাসপাতালে চিকিৎসাধীন বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ সম্পদ (২৫)। কিন্তু সিমেন্ট বোঝাই বেপরোয়া এক লরির ধাক্কায় নিমিষেই প্রাণ কেড়ে নিলো দেশের আগামির ভবিষ্যৎ এই দুই যুবকের। গতকাল রোববার সকালে রাজধানীর বনানী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীদের অভিযোগ, বেপরোয়া গতি এবং চালকের খামখেয়ালিপনা কারনেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

হাজী দীনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে এ বছরই বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন আশফাকুর রহমান আসিফ। আর একই সাথে চট্টগ্রাম মেরিন একাডেমী থেকে মেরিন এ লেখাপড়া শেষ করেছেন আসিফ মাহমুদ সম্পদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রোববার সকাল ৯ টার দিকে মহাখালী থেকে আশফাকুর রহমান আসিফের মোটরসাইকেলে করে উত্তরার একটি হাসপাতালে দিকে যাচ্ছিলেন আসিফ মাহমুদ সম্পদ। কিন্তু বনানীতে পেছন দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি লরি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন আশফাকুর রহমান আসিফ। চাকরির খোঁজার পাশাপাশি করতেন রাইড শেয়ারিং। এদিকে ওই মোটর সাইকেলে করে মহাখালী থেকে বাবার জন্য খাবার নিয়ে উত্তরার হাসপাতালের দিকে যাচ্ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ সম্পদ। তিনি চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিং এর ৫৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আসিফের বন্ধু বিধান জানান, আমরা হাজী দীনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর থেকে ডিসেম্বরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। তার স্বপ্ন ছিল সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করবে। বিভিন্ন জায়গায় চাকরির জন্য সে সিভি দিয়েছে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিল। পাশাপাশি সে মোটর সাইকেলের রাইড শেয়ারিং করতো। সকালের দিকে সে মোটরসাইকেলে করে উত্তরা দিকে যাচ্ছিল। এ সময় বনানী এলাকায় সিমেন্টের একটি লরি ওই মোটরসাইকেলে ধাক্কায় দিয়ে দুজনকেই চাপা দেয়। এতে আমার বন্ধু আশফাকুর রহমান আসিফ এবং ওই মোটরসাইকেলে থাকা আসিফ মাহমুদ সম্পদ নামে একজন মারা যায়। তিনি একটি বেসরকারি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করবে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আসিফের বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানার পশ্চিম কুমারপাড়া এলাকায়। বাবা মোহাম্মদ আলম। বর্তমানে সে ফার্মগেট এলাকায় থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

এদিকে নিহত আসিফ মাহমুদ সম্পদের প্রতিবেশী জানান, আসিফ মাহমুদ সম্পদ ফেব্রুয়ারি মাসে চায়নার একটি শিপ থেকে ইন্টারনী শেষ করে। আসিফের বাবার ব্রেন টিউমার ধরা পড়ে। সেই কারণে ঢাকায় আসে এবং তার বাবার উত্তরা একটি বেসরকারি হাসপাতালে ব্রেন টিউমারের অপারেশন হয়। গতকাল সকালে এসে মহাখালি তার খালার বাসা থেকে খাবার নিয়ে একটি রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে উত্তরায় বাবার কাছে হাসপাতালে যাচ্ছিলো। শেষ পর্যন্ত আর খাবার নিয়ে তার বাবার কাছে পৌঁছাতে পারেনি। এখন পর্যন্ত তার বাবা-মা কেউই ঘটনাটি জানেনা। আসিফ মাহমুদ সম্পদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার দখলপুর গ্রামে। বাবার নাম শহিদুল ইসলাম। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিল সবার বড়। কয়েক মাস আগে তার বাবা শহিদুল ইসলাম বিজিবি থেকে অবসর গ্রহণ করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এই লরির হেলপার রবিউল ইসলামকে আটক করা হলেও পালিয়ে গেছে চালক। তাদের দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।