মৌসুমের শুরুতেই ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম।
রোববার (২৫ মে) দুপুরে সদর উপজেলার জামতলা এলাকার আমিরা এগ্রেফার্মের মালিক কামরুল হাসানের বাগান থেকে এক মেট্রিক টন আম ইংল্যান্ডে পাঠানো হয়।
মৌসুমের শুরুতেই প্রথমবারের মতো ইংল্যান্ডে আম রপ্তানি করতে পেরে খুশি কামরুল হাসান। তিনি জানান, গাছ থেকে আজই আম সংগ্রহ করে প্যাকেটজাত করা হচ্ছে। বিকেলে ঢাকায় পাঠানো হবে এসব আম, পরে সেখান থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রফতানি করা হবে।
বিদেশে আম রপ্তানি করতে চাষীদের সব ধরনের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ইয়াসিন আলী। তিনি জানান, ২৮ মে থেকে সরকারিভাবে বিদেশে আম রপ্তানির কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত কামরুল হাসান একজন ব্যক্তিগত উদ্যোগে আম রপ্তানি করছেন।