যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) রাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মিছিলের নেতৃবৃন্দ বলেন, ‘নাশকতার পরিকল্পনাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই সময় থাকতে জনগণের মনোভাব বুঝে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। না হলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তার পরিণাম ভয়াবহ হবে। জনগণ কী করতে পারে, তা শেখ হাসিনা অতীতে টের পেয়েছেন। এখন সময় এসেছে শিক্ষা নেওয়ার—জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।’
জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে আরও বলা হয়, ‘গত ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে আমরা এখনো জীবন দিতে প্রস্তুত আছি। শেখ হাসিনা আজ পালিয়ে গেলেও জনগণের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। ইনশাআল্লাহ, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও জনগণের সব গণতান্ত্রিক অধিকার আদায় করব।’
এ সময় নেতৃবৃন্দ যশোরের পুলিশ সুপারের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা এখনো কীভাবে যশোর শহরে আপনাদের চোখের সামনে ঘুরে বেড়ায়? আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। তাদের অবিলম্বে আটক করুন।’
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।
এর আগে আর. এন. রোড থেকে মশাল মিছিল শুরু হয়ে চৌরাস্তা, চিত্রা মোড়, এম. এম. আলী রোড হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।