ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ড্রাইভিং লাইসেন্স পেতে হিজাব খুলতে হচ্ছে: ভারতীয় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইসরায়েলি অবরোধে গাজায় ৩৩০ জনের মৃত্যু, ৩ শতাধিক গর্ভপাত ঈদযাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত ঈদের আগে বোনাসের সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা মানবিক করিডর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, হবেও না: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সর্বশেষ অবস্থান জানালো প্রেস উইং শিক্ষিত বেকারত্বে উদ্বেগ, সমাধানে দক্ষতা ও মানসিকতা বদলের তাগিদ ডিএনসিসিতে কাজ না পেয়ে বিশৃঙ্খলার অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

দ্রুত নির্বাচনের দাবিতে যশোর জেলা সেচ্ছাসেবক দলের মশাল মিছিল

যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) রাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

এই মিছিলের নেতৃবৃন্দ বলেন, ‘নাশকতার পরিকল্পনাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

 

সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই সময় থাকতে জনগণের মনোভাব বুঝে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। না হলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তার পরিণাম ভয়াবহ হবে। জনগণ কী করতে পারে, তা শেখ হাসিনা অতীতে টের পেয়েছেন। এখন সময় এসেছে শিক্ষা নেওয়ার—জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।’

 

জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে আরও বলা হয়, ‘গত ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে আমরা এখনো জীবন দিতে প্রস্তুত আছি। শেখ হাসিনা আজ পালিয়ে গেলেও জনগণের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। ইনশাআল্লাহ, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও জনগণের সব গণতান্ত্রিক অধিকার আদায় করব।’

 

এ সময় নেতৃবৃন্দ যশোরের পুলিশ সুপারের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা এখনো কীভাবে যশোর শহরে আপনাদের চোখের সামনে ঘুরে বেড়ায়? আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। তাদের অবিলম্বে আটক করুন।’

 

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।

 

এর আগে আর. এন. রোড থেকে মশাল মিছিল শুরু হয়ে চৌরাস্তা, চিত্রা মোড়, এম. এম. আলী রোড হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জনপ্রিয়

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

দ্রুত নির্বাচনের দাবিতে যশোর জেলা সেচ্ছাসেবক দলের মশাল মিছিল

প্রকাশিত: ৭ ঘন্টা আগে

যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) রাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

এই মিছিলের নেতৃবৃন্দ বলেন, ‘নাশকতার পরিকল্পনাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

 

সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই সময় থাকতে জনগণের মনোভাব বুঝে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। না হলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তার পরিণাম ভয়াবহ হবে। জনগণ কী করতে পারে, তা শেখ হাসিনা অতীতে টের পেয়েছেন। এখন সময় এসেছে শিক্ষা নেওয়ার—জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।’

 

জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে আরও বলা হয়, ‘গত ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে আমরা এখনো জীবন দিতে প্রস্তুত আছি। শেখ হাসিনা আজ পালিয়ে গেলেও জনগণের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। ইনশাআল্লাহ, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও জনগণের সব গণতান্ত্রিক অধিকার আদায় করব।’

 

এ সময় নেতৃবৃন্দ যশোরের পুলিশ সুপারের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা এখনো কীভাবে যশোর শহরে আপনাদের চোখের সামনে ঘুরে বেড়ায়? আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। তাদের অবিলম্বে আটক করুন।’

 

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।

 

এর আগে আর. এন. রোড থেকে মশাল মিছিল শুরু হয়ে চৌরাস্তা, চিত্রা মোড়, এম. এম. আলী রোড হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।