নড়াইলের লোহাগড়া উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা রোড রোলারে মোটরসাইকেলের ধাক্কায় সালমান মল্লিক (১৮) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া-মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে সালমান ও সাথে থাকা দুইজনকে নিয়ে মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে নিজ বাড়ি দোয়া-মল্লিকপুর যাচ্ছিল প্রতিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দোয়া-মল্লিকপুর এলাকার আজিজুর ডাক্তার এর বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রোড রোলারের সাথে ধাক্কা লাগে। এতে সালমানসহ অন্য দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।