ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন অমিত শাহর বিস্ময়কর দাবি: পাকিস্তানের ১০০ কিমি ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন ইসরায়েলের নতুন নীলনকশা ফাঁস: গাজাকে তিন টুকরো করে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনা সাইবার অপরাধ দমন ও ভুয়া গুজব নিয়ন্ত্রণে এআই প্রযুক্তির সফল প্রয়োগ: সিআইডি বিদেশি নাগরিকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দেশে বেকার জনগোষ্ঠী ২৬ লাখ ছাড়াল: বিবিএস ভারতীয় নিষেধাজ্ঞায় আখাউড়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা বজ্রপাতের আগুনে তুলার গুদাম পুড়ে ছাই গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক

বজ্রপাতের আগুনে তুলার গুদাম পুড়ে ছাই

ফরিদপুর সদরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে

খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাজারের মো. আমির হোসেনের তুলার গুদামের পাশের খেজুরগাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই সময় গাছের অংশবিশেষ গোডাউনের ওপর পড়লে আগুন ধরে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এতে তুলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী স্বপন বিশ্বাস জানান, রাতে ঝড়বৃষ্টি শুরু হয়, সঙ্গে বজ্রপাত হয়। একটি খেজুর গাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। এ সময় আগুন তুলার গুদামের চালের ওপর পড়লে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গুদামে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা পুরো আগুন নেভায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।

জনপ্রিয়

মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

বজ্রপাতের আগুনে তুলার গুদাম পুড়ে ছাই

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

ফরিদপুর সদরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে

খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাজারের মো. আমির হোসেনের তুলার গুদামের পাশের খেজুরগাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই সময় গাছের অংশবিশেষ গোডাউনের ওপর পড়লে আগুন ধরে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এতে তুলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী স্বপন বিশ্বাস জানান, রাতে ঝড়বৃষ্টি শুরু হয়, সঙ্গে বজ্রপাত হয়। একটি খেজুর গাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। এ সময় আগুন তুলার গুদামের চালের ওপর পড়লে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গুদামে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা পুরো আগুন নেভায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।