লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় আব্বাস পাটোয়ারী বাবর (২৯) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃষি অফিসে উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার মৃত তরিক উল্লাহর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিনের ছুটি পেয়ে বাবর মোটরসাইকেলে করে কর্মস্থল সেনবাগ থেকে নিজ বাড়ি কমলনগরে ফিরছিলেন। পথিমধ্যে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকায় পৌঁছালে চট্টগ্রাম মেট্রো-ট ১২-১২ ৬১ নম্বরের একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে সয়াবিনের স্তূপের উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মৃত্যুবরন করেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’