ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

সাভারে ঝুট ব্যবসার দ্বন্দ্বে আ.লীগ-বিএনপির গোলাগুলি

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। আওয়ামী লীগ নেতারাও বিএনপির বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ করেন।

 

বুধবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ গার্মেন্টস লিমিটেডের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, পোশাক কারখানাটিতে আগে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ঝুট ব্যবসা করতেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার প্রায় ২৫টির অধিক মামলা হয়েছে। গত ১৭ বছর ধরে তারা কারখানাটিতে ব্যবসা করেছে। আমরা কারখানার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বাস দিলে আজও কথা বলার জন্য কারখানার সামনে যাই।

 

এ সময় আওয়ামী লীগের আরিফ মাদবর, রতন, তানভীর, গালকাটা জুয়েল, হান্নান ও পারভেজসহ প্রায় ১০০-১৫০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আমরা নিরাপদ স্থানে চলে যাই।

 

এ বিষয়ে জানতে চাইলে আরিফ মাদবর বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে আমরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যাই।

 

এ ব্যাপারে দি রোজ ড্রেসেস কারখানার ব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন) বলেন, আমাদের সঙ্গে ঝুট নিয়ে কারো সঙ্গে কথা হয়নি, চুক্তিও হয়নি।

 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুইপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

সাভারে ঝুট ব্যবসার দ্বন্দ্বে আ.লীগ-বিএনপির গোলাগুলি

প্রকাশিত: ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। আওয়ামী লীগ নেতারাও বিএনপির বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ করেন।

 

বুধবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ গার্মেন্টস লিমিটেডের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, পোশাক কারখানাটিতে আগে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ঝুট ব্যবসা করতেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার প্রায় ২৫টির অধিক মামলা হয়েছে। গত ১৭ বছর ধরে তারা কারখানাটিতে ব্যবসা করেছে। আমরা কারখানার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বাস দিলে আজও কথা বলার জন্য কারখানার সামনে যাই।

 

এ সময় আওয়ামী লীগের আরিফ মাদবর, রতন, তানভীর, গালকাটা জুয়েল, হান্নান ও পারভেজসহ প্রায় ১০০-১৫০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আমরা নিরাপদ স্থানে চলে যাই।

 

এ বিষয়ে জানতে চাইলে আরিফ মাদবর বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে আমরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যাই।

 

এ ব্যাপারে দি রোজ ড্রেসেস কারখানার ব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন) বলেন, আমাদের সঙ্গে ঝুট নিয়ে কারো সঙ্গে কথা হয়নি, চুক্তিও হয়নি।

 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুইপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।