ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

দেশে আরও ৮ জনের প্রাণ নিল ডেঙ্গু

xr:d:DAFyIa5iv1Y:76,j:3980463140206379454,t:23102402

বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এতে এ বছর এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জনে। এক বছরে মৃত্যুর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ১৭০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জনের প্রাণ নিয়েছিল ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছে ১১০৮ জন রোগী। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৬৪ জনে। খবর বিডিনিউজের।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে একজন করে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৪৯ জন, ঢাকা বিভাগে ২৭০ জন, ময়মনসিংহে ৩০ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ১২২ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০ হাজার ৮৬১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬৮০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭৬৩ জন; আর ১৯১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

দেশে আরও ৮ জনের প্রাণ নিল ডেঙ্গু

প্রকাশিত: ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এতে এ বছর এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জনে। এক বছরে মৃত্যুর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ১৭০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জনের প্রাণ নিয়েছিল ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছে ১১০৮ জন রোগী। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৬৪ জনে। খবর বিডিনিউজের।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে একজন করে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৪৯ জন, ঢাকা বিভাগে ২৭০ জন, ময়মনসিংহে ৩০ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ১২২ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০ হাজার ৮৬১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬৮০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭৬৩ জন; আর ১৯১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।