চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বাসে এক কিশোরী যাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বাসচালক লোকমান তারেক (২৬) ও হেলপার হানিফ (৩৬)। ঘটনার সঙ্গে জড়িত সুপারভাইজার মোবারক হোসেন এখনও পলাতক।
জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন ওই কিশোরী। অন্যান্য যাত্রী বাস থেকে নেমে গেলে তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত বাসের ভেতরেই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে তিনজন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুজন ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। পলাতক মোবারক হোসেনকে ধরতে অভিযান চলছে।