ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

ভারতে হোলির আগে ঢেকে দেওয়া হয়েছে ১০ মসজিদ

  1. ভারতে শুক্রবার (১৪ মার্চ) হোলি উৎসব। আর এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে দেশটির উত্তর প্রদেশের ১০টি মসজিদ ঢেকে ফেলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, চলতি বছর পবিত্র জুমা ও হোলি একই দিনে পড়েছে। যা গত ষাট বছরে ঘটেনি। আর এই উৎসবকে কেন্দ্র করে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য সতর্ক রয়েছে প্রশাসন।

এ বিষয়ে উত্তরপ্রদেশ প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে। সে সম্পর্কে এক ব্রিফিংয়ে সম্ভলের পুলিশ কর্মকর্তা শ্রীশ চন্দ্র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘চৌপাই’ শোভাযাত্রার প্রস্তাবিত রুটে মোট দশটি মসজিদ চিহ্নিত করা হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ঝামেলা বা উত্তেজনা রোধ করার জন্য সেগুলোর সবকটিই ঢেকে দেওয়া হবে।

এদিকে শুক্রবারের (১৪ মার্চ) জুমার নামাজ এবং ‘চৌপাই’ শোভাযাত্রার সময় পরিবর্তন করার জন্য একটি চুক্তিও করা হয়েছে, যাতে এই দুটি আনুষ্ঠানিকতা একই সময়ে অনুষ্ঠিত না হয়।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

ভারতে হোলির আগে ঢেকে দেওয়া হয়েছে ১০ মসজিদ

প্রকাশিত: ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  1. ভারতে শুক্রবার (১৪ মার্চ) হোলি উৎসব। আর এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে দেশটির উত্তর প্রদেশের ১০টি মসজিদ ঢেকে ফেলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, চলতি বছর পবিত্র জুমা ও হোলি একই দিনে পড়েছে। যা গত ষাট বছরে ঘটেনি। আর এই উৎসবকে কেন্দ্র করে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য সতর্ক রয়েছে প্রশাসন।

এ বিষয়ে উত্তরপ্রদেশ প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে। সে সম্পর্কে এক ব্রিফিংয়ে সম্ভলের পুলিশ কর্মকর্তা শ্রীশ চন্দ্র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘চৌপাই’ শোভাযাত্রার প্রস্তাবিত রুটে মোট দশটি মসজিদ চিহ্নিত করা হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ঝামেলা বা উত্তেজনা রোধ করার জন্য সেগুলোর সবকটিই ঢেকে দেওয়া হবে।

এদিকে শুক্রবারের (১৪ মার্চ) জুমার নামাজ এবং ‘চৌপাই’ শোভাযাত্রার সময় পরিবর্তন করার জন্য একটি চুক্তিও করা হয়েছে, যাতে এই দুটি আনুষ্ঠানিকতা একই সময়ে অনুষ্ঠিত না হয়।