ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন এনআইডি সংশোধনে গতি আনতে ইসির নতুন ‘ক্র্যাশ প্রোগ্রাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার গুম প্রতিরোধে অধ্যাদেশ আনছে সরকার: আইন উপদেষ্টা সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন

দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভ সূচনা, ওপেন ও মহিলা বিভাগে জয়

এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা বিভাগে নিজেদের খেলায় জয়লাভ করেছেন বাংলাদেশের দাবাড়ুরা। শ্রীলংকার কলম্বো শহরে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডে বাংলাদেশের দাবাড়ুরা দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেন।

ওপেন বিভাগে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানারআপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান প্রতিদ্বন্দ্বী শ্রীলংকান দাবাড়ুদের হারিয়ে শুরুতেই জয় পান।

মনন রেজা শ্রীলংকার করুনাসেনা চিনিথা সিগতাহারাকে, মোহাম্মদ ফাহাদ রহমান স্বাগতিক ইন্দুবভারা থিসারিন্দুকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলংকার জানুকসানকে এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান একই দেশের ডানডিনিয়াকে হারান।

মহিলা বিভাগেও সফলতা এসেছে বাংলাদেশের দাবাড়ুদের। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ নিজেদের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রথম রাউন্ডে জয়ী হন।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের দাবাড়ুরা তাদের দক্ষতা ও শক্তি প্রমাণ করেছে, যা দেশের দাবা প্রেমীদের জন্য এক বড় সাফল্য।

জনপ্রিয়

ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন

দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভ সূচনা, ওপেন ও মহিলা বিভাগে জয়

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা বিভাগে নিজেদের খেলায় জয়লাভ করেছেন বাংলাদেশের দাবাড়ুরা। শ্রীলংকার কলম্বো শহরে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডে বাংলাদেশের দাবাড়ুরা দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেন।

ওপেন বিভাগে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানারআপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান প্রতিদ্বন্দ্বী শ্রীলংকান দাবাড়ুদের হারিয়ে শুরুতেই জয় পান।

মনন রেজা শ্রীলংকার করুনাসেনা চিনিথা সিগতাহারাকে, মোহাম্মদ ফাহাদ রহমান স্বাগতিক ইন্দুবভারা থিসারিন্দুকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলংকার জানুকসানকে এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান একই দেশের ডানডিনিয়াকে হারান।

মহিলা বিভাগেও সফলতা এসেছে বাংলাদেশের দাবাড়ুদের। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ নিজেদের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রথম রাউন্ডে জয়ী হন।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের দাবাড়ুরা তাদের দক্ষতা ও শক্তি প্রমাণ করেছে, যা দেশের দাবা প্রেমীদের জন্য এক বড় সাফল্য।