এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা বিভাগে নিজেদের খেলায় জয়লাভ করেছেন বাংলাদেশের দাবাড়ুরা। শ্রীলংকার কলম্বো শহরে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডে বাংলাদেশের দাবাড়ুরা দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেন।
ওপেন বিভাগে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানারআপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান প্রতিদ্বন্দ্বী শ্রীলংকান দাবাড়ুদের হারিয়ে শুরুতেই জয় পান।
মনন রেজা শ্রীলংকার করুনাসেনা চিনিথা সিগতাহারাকে, মোহাম্মদ ফাহাদ রহমান স্বাগতিক ইন্দুবভারা থিসারিন্দুকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলংকার জানুকসানকে এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান একই দেশের ডানডিনিয়াকে হারান।
মহিলা বিভাগেও সফলতা এসেছে বাংলাদেশের দাবাড়ুদের। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ নিজেদের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রথম রাউন্ডে জয়ী হন।
এ প্রতিযোগিতায় বাংলাদেশের দাবাড়ুরা তাদের দক্ষতা ও শক্তি প্রমাণ করেছে, যা দেশের দাবা প্রেমীদের জন্য এক বড় সাফল্য।