ঢাকার সাভারে তিন ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ও ফসলি জমি রক্ষায় অভিযান চালিয়ে মাটি কাটার তিনটি ভেকু গুঁড়িয়ে দেয় প্রশাসন এবং একটি জব্দ করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের বড়চক এলাকায় এ অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুবকর সরকার। অভিযানে এসময় বড়চকের বিস্তীর্ণ ৩ ফসলি জমির মাঠের একাধিক জমিতে ৪টি ভেকু দিয়ে মাটি কাটবার আলামতের দেখা মেলে।একাধিক ফসলি জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটবার ফলে জমিগুলো এক একটি ২০ থেকে ৩০ ফিট গভীর গর্তে পরিণত হবার দেখা যায়। অভিযানকালে ঘটনাস্থলে ভেকু রেখে মাটি খেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা না গেলেও ভেকু চারটির ১ টিকে জব্দ এবং অবশিষ্ট ৩ টিকে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানকালে এ সময় ভাকুর্তা অঞ্চলের ৪টি অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানায়ও অভিযান চালানো হয়। এ সময় কারখানা ৪ টিকে গুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, ফসলি জমি রক্ষা ও ৩ ফসলি জমির মাটি কাটা বন্ধ এবং অপরাধীদের ধরতে অভিযান চালানো হলেও ঘটনাস্থলে গিয়ে আমরা ৪ মাটি কাটবার ভেকু পাই, আমাদের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। তবে আমরা ৩ ভেকু গুড়িয়ে দিয়েছি এবং ১ টি ভেকু জব্দ করি।
এ সময় পরিবেশের ক্ষতি করে ৪ টি টায়ার পুড়িয়ে ফার্নিস তেল তৈরির অবৈধ কারখানায়ও অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেয়া হয়।